Sunday, February 5, 2017

Tengragiri Wildlife Sanctuary


 

টেংরাগিরি বন্যপ্রাণ অভয়ারণ্য বা ফাতরার বন (ইংরেজি: Tengragiri Wildlife Sanctuary) বাংলাদেশের বরগুনা জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০১০ সালের ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। ৪০৪৮.৫৮ হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি গঠিত।[১]

পরিচ্ছেদসমূহ

উদ্ভিদ

ফাতরার বন প্রাকৃতিকভাবে সৃষ্ট। এই বন বিভিন্ন গাছপালায় সমৃদ্ধ। কেওড়া, গরাণ, গেওয়া, ওড়া প্রভৃতি শ্বাসমূলীয় গাছ হচ্ছে এই বনের প্রধান গাছ।[২]

প্রাণী

ফাতরার বনে এ ছাড়া দেখা মেলে চিত্রা হরিণ, বানর, বন বিড়াল, বন্য শুকরসহ বিভিন্ন বন্যপ্রাণী। হরেক প্রজাতির পাখিরও দেখা মেলে ফাতরার বনে। আরও আছে গুঁইসাপ আর বিভিন্ন প্রকার সাপ। সুন্দরবনের খুব কাছে হলেও এ বনে এখন পর্যন্ত বাঘের মতো দেখা মেলেনি।[২]

এর ভৌগলিক অবস্থানঃ২১°৫৭′৪৯″উত্তর ৮৯°৫৭′৫১″পূর্ব

No comments:

Post a Comment