Sunday, February 5, 2017

Nobabgong National Park

নবাবগঞ্জ জাতীয় উদ্যান
 বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুরে অবস্থিত এই জাতীয় উদ্যানটি। নবাবগঞ্জ  জাতীয় উদ্যানটি একটি বিট, এটি চরকাই রেঞ্জে পরেছে। ২০১০ সালের ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। ৫১৭.৬১ হেক্টর জমি নিয়ে এই জাতীয় উদ্যানটি গঠিত।

নবাবগঞ্জ  উপজেলা সদর থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে এই জাতীয় উদ্যানের অবস্থান।
  এ এলাকার ভৌগলিক অবস্থানঃ ২৫°২৫′৫০″উত্তর ৮৯°০৩′৩৭″পূর্ব



 নবাবগঞ্জ জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ শাল ও সেগুন। এছাড়াও আছে গামার, ইউক্যালিপটাস, জাম, আকাশমনি ও নানান শ্রেণির অর্কিড।



এই উদ্যানের বাসিন্দা বন্যপ্রাণীর মধ্যে আছে  বনবিড়াল, খেঁকশিয়াল, মেছোবাঘ  ও নানান রকমের সাপ, বেঙ। অনেক প্রজাতির পাখির এক বিশালশম্বার  আছে এ বনে।












No comments:

Post a Comment