Sunday, February 5, 2017

Satachari National Parks

সাতছড়ি জাতীয় উদ্যান-Satachari National Parks:

 হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় রঘুনন্দন পার্বত্য রিজার্ভ বনভুমি ১৯১৪ সালে ঘোষিত হয় যা বর্তমানে ১০০০০ একর নিয়ে বিস্তৃত। পরবর্তীতে ১৯৭৪ সালের বন্য প্রাণী সংরক্ষণ. সংশোধন আইন অনুযায়ী ২০০৫ সালে -- হেক্টর (৩৭৫০ একর ) বনভূমি নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়। সাতছড়ি জাতীয় উদ্যানটি দুইটি বিট এ বিভক্ত ১। সাতছড়ি ২। তেল মাছরা।
 সাতটি পানি হীন পাহাড়ি ছড়া উদ্যানটির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গুরুত্ব পূর্ণ অববাহিকা গঠন করে , এই থেকে এই উদ্যানটির নাম সাতছড়ি হয় । ছরা দিয়ে হাটতে হাটতে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠের ফসিল , যা এই বনের কয়েকশো বছরের ইতিহাস বহন করে । এটি বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান । বনটি ক্রান্তীয় চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ ধরনের পাহাড়ী বনভূমি যা ভারতীয় উপমহাদেশ এবং উন্দো-চীন অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত। উদ্যানের কাছাকাছি ৯টি চা বাগান আছে। এর পশ্চিম দিকে সাতছড়ি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত।





টিপরা পাড়া সাতছরি জাতীও উদ্যানের একটি অলংকার । টিপরাদের সহজ সরল চলাফেরা প্রকৃতিরেই আর একটি অংশ । ওরা মায়ের মতো ভালবাসে এই জঙ্গলকে । এখানে ২৪ টি টিপরা পরিবার বাস করে । জঙ্গলটিকে বাঁচিয়ে রাখা ওরা নিজেদের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করে । অনেক শিক্ষিত টিপরা ছেলেরা এখানে পর্যটকদের গাইড হিসাবে কাজ করে। ওদের সহজ সরল ব্যাবহার দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না । আপনি টিপরাদের অনুমতি নিয়ে ঘুরে দেখতে পারবেন ওদের পারাটি ।


পরিচ্ছেদসমূহ-Contents : 
 ১। অবস্থান( Location )
 ২। উদ্ভিদবৈচিত্র্য(udbhidabaicitrya ) 
 ৩। জীববৈচিত্র্য( Biodiversity ) 
 ৪। গবেষণা

১।অবস্থান (Location)ঃ
  সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব ১৩০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে । Coordinates: 24°07′12″N 91°27′03″E
 ২। উদ্ভিদবৈচিত্র্য- plants : 
প্রাকৃতিক উদ্ভিদ ও জীব বৈচিত্রে ভরপুর এই উদ্যানটি । এখানে ২০০ প্রজাতির মতো বনজ, ফলজ,ভেষজ উদ্ভিদ ,অর্কিড ও বিভিন্ন প্রজাতির লতাগুল্ম তে ভরপুর , এই বনটি যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করতাছে তেমনি এখান কার আদিবাসীদের দৈনন্দিন জীবনের ও আর্থসামাজিক উন্ননের বিশেষ ভুমিকা রাখতাছে । এখান কার অন্যতম উদ্ভিদবৈচিত্র গুলো হোল শাল, সেগুন - Tectona grandis, আগর, গর্জন- Diptero crpus turbinatus, লোহা কাঠ - Xylia dolabritormis,জারুল - Lagerstroemia specios,চাপালিশ, উদাল- Sterculia villosa, চিক রাশি- Chickrasia tabularis, ওয়েল পাম - Elaeis guinensis, বোতল পাম- Roystonea rejia, মেহগনি-Swietenia mahagoni, জিগা-Lannea coromarde lica,গামার- Gmelina arborea,মস- Pterospernum acerifolium, তুন- Toona ciliata, কাঞ্চন- Bauhina acuminala, কদম- Anthocephalus spp.,কৃষ্ণচূড়া - Delomix regia,শিউলি- Nyctan thesarbortristis, বকুল- Mimusops elengi , কাঁঠাল-Arto carpus hetero phjllus ,বেল-Aegle marmelos ,জাম্বুরা- citrus grandis, সফেদা- Manilkara zapota, ডুমুর, জাম - Syzygium cumini, আমড়া- Spondius spp. , জামরুল,ডেউয়া- Artocarphs lacucha, বহেড়া-Teminalia belerica, সাজনাMoringa olei fera, সিধাজারুল- Lagerstroemia spp. , আওয়াল, মালেকাস, ইউক্যালিপটাস - Eucalyptus citriodora, আকাশমনি, বাঁশ, বেত-গাছ ইত্যাদির বিশেষ নাম করা যায়।



 ৩। জীববৈচিত্র্য- Biodiversity: 
জীববৈচিত্র্যঃ ভরপুর সাতছরি জাতীও উদ্যানে ২৪ প্রজাতির স্তন্যপায়ী ৩৮ প্রজাতির সরিসৃপ, ১৯ প্রজাতির উভচর প্রাণীর বসবাস ।আরো আছে প্রায় ১৫০-২০০ প্রজাতির পাখি। এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের একটি অভয়াশ্রম। বনে লজ্জাবতী বানর, উল্লুক (Gibbon), চশমা পরা হনুমান (Langur), কুলু বানর (Macaque),বনবিড়াল, মেছো বাঘ, মায়া হরিণ (Barking Deer) ইত্যাদি; সরিসৃপের মধ্যে সাপ; পাখির মধ্যে কাও ধনেশ, বনমোরগ,লালমাথা ট্রগন, কাঠঠোকরার, ময়না, ভিমরাজ, শ্যামা, ঝুটিপাঙ্গা, শালিক, হলুদ পাখি, টিয়া প্রভৃতির আবাস রয়েছে। এছাড়া গাছে গাছে আশ্রয় নিয়েছে অগণিত পোকামাকড়, ঝিঁঝিঁ পোকা তাদের অন্যতম।






 ১৫০ হইতে ২০০ প্রজাতির পাখির এক বিশাল অভয়ারণ্য সাতছরি জাতীও উদ্যানটি ঃ
 1.Spot-bellied Eagle Wol 2.Brown-breasted flycatcher 3.Hill Myna 4.Red-breasted Parakeet 5.Plum headed Parakeet 6.Vernatl Hanging Parrot 7.Pompadour Green Pigeon 8.Orange breasted Green Pigeon 9.Thickbilled Green Pigeon 10.Oriental Warf Kingfisher 11.Oriental Pied Hornbill 12.Common Green Magpie 13.Oriental Scops Owl 14.Collared Scop Owl 15. Spotted Owlet 16.Brown Hawkowl 17.Rufous-fronted babbler 18.Abbott's babbler 19.Striped tit babbler 20.Puff Throated babbler 21.White browed scimitar babbler 22.Large scimitar babbler 23.Crested Goshawk 24.Balack Baza 25.Shikra 26.Jerdon's Baza 27.Besra 28.Blue Whistling thrush 29.Orange-headed trush 30.Black Breasted thrush 31.Large/Greater Necklaced Laughingthrush 32.Greater Racket-tailed Drongo 33.Lesser Racket-tailed Drongo 34.Black Drongo 35.Bronzed Drongo 36.Spangled Drongo 37.Ashy Drongo 38.Verditer Flycatcher 39.Little Pied Flycatcher 40.Pel-chinued Flycatcher 41.Blue throated Flycatcher 42.Asian Brown Flycatcher 43.Tiga Flycatcher 44.Red throated Flycatcher 45.Snowy-browed Flycatcher 46.Black Crested Bulbul 47.white Throated Bulbul 48.Ashy Bulbul 49.Black Bulbul 50.Nepal Fulvetta 51.Brown Cheeked Fulvetta 52.Little Spider hunter 53.Thick billed Warbler 54.Yellow bellied Warbler 55.Large Haok Cuckoo 56.Large Cuckoo Shrike 57.Black-winged Cuckoo Shrike 58.Black headed cuckoo shrike 59.Indian Cuckoo 60.Chestnut Winged Cuckoo 61.Eurasian Cuckoo 62.Oriental Cuckoo 63.Banded bay Cuckoo 64.Asian Emerald Cuckoo 65.Violet Cuckoo 66.Grey Headed Fish Eagle 67.Khalij Pheasent 68.Jungle fowl 69.Red Headed trogon 70.Malayan Night Heron 71.Wedge tailed Green Pigeon 72.Ashy Wood Swallow 73.Olive backed pipit 74.Eurasian Hobby 75.Amur Falcon 76.Green Billed Malkoha 77.Scarlet Backed Flowerpecker 78.pale-billed Floweerpecker 79. Yellow-vented Flowerpecker 80.Crimson Sunbird 81.White Throated Kingfisher 82.Greater Yellow Nape 83.Lesser Yellow Nape 84.Greater Flameback 85.Black Rumped Flameback 86.White Browed Piculet 87.Specled Piculet 88.Velvet-fronted Nuthatch 89.White Rumped Shama 90.Oriental magpie robin 91.Browed Shrike 92,Long-tailed Shrike 93.Grey Backed Shrike 94.Scarelt Minivet 95.Small Minivet 96.Rosy Minivet 97.Ashy Minivet 98.Black Kite 99.Forest Wagtail 100.Grey Wagtail 101.White Wagtail 102.Hooded Pitta 103.Blue Naped Pitta 104.Black Naped Monarch 105.Chestnut headed bee eater 106.Green bee eater 107.Blue tailed bee eater 108.Blue bearded bee eater 109.Lineated Barbet 110.Blue Throated Barbet 111.Copper Smith Barbet 112.Tailor Bird 113.Purple Rumped Sunbird 114.Rubi chicked Sunbird 115.Common Myna 116.Spotted Dove 117.Emerald Dove 118.House Crow 119.Large Billed Crow 120.House Sparrow 121.Blach Hooded Oriole 122.Black Naped Oriole 123.Maroon Oriole 124.Indian Roller 125.Chestnut-caped Babbler 126.Asian Pradise Flycatcher127.Asian Fairy blue bird 128.oriental White eye 129.Common Iora 130.Cinnamon Bittern 131.Black headed Munia 132.White Rumped Munia 133.Brown Fish Owl 134.Tawny Fish Owl 135. Bar-winged Flycatcher-shrike // ডোরাপাখা ছোটলাটোরা (Hemipus picatus) 135. Grey capped Pygmy Woodpecker // মেটেটুপি কাঠকুড়ালি (Dendrocopos canicapillus) 



 এই খানে ১৯ প্রজাতির ব্যাঙ খুজে পাওয়া গেছে ঃ
1. Common Toad 2. Indian Bull Frog 3. Pairted Ballon Frog 4. Skieeper Frog 5. Cricket Frog 6. Forest Cricket Frog 7. Berd 8. Ornate Narrow-mouthed Frog 9. Red nicrohelid Frog 10. Microhylo spp.(Assam) 11. Philaotas Sp 12. Common Tree Frog 13. Annardale Tree Frog 14. Htun Win's Tree Frog 15. Cope's Assam Frog 16. Bhamo Frog /Groaning Frog 17 Two- Striped Pigmey Tree Frog 18. Two Striped Grass Frog 19. Pierre's Cricket Frog



  ৩৭ প্রজাতির সরিসৃপ(Reptiles)খুজে পাওয়া গেছে ঃ
1. Bengal Monitor 2. Spotted Litter Skink 3. Forest Cres Tid Lizard 4. Emma Gray's 5. Spotted Glying Lizard 6. Common Garden Lizard 7. Tokey Gecko 8. Khasihill's Bent Toad Gecko 9. Flat Tailed Gecko 10. House Lizard 11 Spotted Lizard 12. Cheekered Keel Baek 13. Striped Keel Balk 14. Red Necked Keel baek 15. Himalayan Keel Back 16. Common Wolf Snake 17. Yellow Speckled Wolf Snake 18. Cantor's Kukri Snake 19. White Lipped Pit Viper 20. White Barred'n Snake 21. Spot Tailed Pit Viper 22. Mock Viper 23. Short nosed Vine Snake 24. Blue Bronte Back 25. Painted Bronte Back 26. Assames Snail Eater 27. G. Black Krait 28. Green Cat Snake 29. Copper Headed Trinket Snake 30. Indian Rat Snake 31. Eastern Cat Snake 32. Ornate Flying Snake 33. Monoeeled Cobra 34. King Cobra 35. Diard's Blind Snake 36. Eyed Cat Snake 37. Jan's Wolf Snake 




 ২০০ প্রজাতির উপরে বর্ণিল প্রজাপতি সাতছরিকে  করেছে আরও সমৃদ্ধ 







   
৪। গবেষণাঃ উদ্ভিদবিদ্যা , প্রাণীবিদ্যা, পরিবেশ ও বন গবেষণার এক তীর্থ স্থান সাতছড়ি জাতীয় উদ্যান। জীব জন্তু ও উদ্ভিদ বৈচিত্রে ভরপুর এই উদ্যানটি একদিকে যেমন দেশি বিদেশি প্রকৃতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে তেমনি গুরুত্ব পূর্ণ  ভূমিকা রাখছে গবেষণার কাজেও ।এইখানে রাত্রি যাপনের জন্য একটি Student Dormitory ও একটি বাংলো আছে ।গবেষণার জন্য ও দেশি বিদেশি পর্যটকে মুখরিত থাকে প্রতিনিয়ত সাতছড়ি জাতীয় উদ্যান।



1. seven of the water flows through the hilly hill hilly and from a major basin, from which the name of the garden is called satchhari. walking down there is a scattered wood fossil that carries the history of few years of the forest. it is a natural park in Bangladesh.Forest is a tropical evergreen and mixed evergreen mountainous forest which is located in the indian subcontainent and the indo- china border. There are ninetea gardens near medan. It is situated on the west side of satchhri ten garden and on the east side chaklukganji ten garden
 11111.Raghundan hill reserve forest of chunarghut thana of Habigangj district was declared in 1914.Which now extends over 10'000 acres,in the year 1974, under the wildlife protection act, 1974.The satchhari national park was established in 2005 with hectares (3750 acres) of forest land. satchhari national park is divided into two bits 1.satchhari 2.Til fish

 Brother at first Categories 1.Location 2.Vegetation 3.Biography 4.Research 1.location:Satchhari national enthusiasm is located at Radhunandan hills of chunarughat upazila of Habiganj district. The capital of Bangladesh is 130 kilometers east of dhaka

No comments:

Post a Comment