Sunday, September 3, 2017

Choto Horina Swamp Forest

ছোট হরিণার সোয়াম্প ফরেস্ট


সোয়াম্প ফরেস্ট বা জলারবন। পানির উপরে ভাসমান এক জঙ্গল। খুব বেশিদিন হয়নি এর সন্ধান পেছে । ৭১ টেলিভিশন এর একটা প্রতিবেদনে হোসেন সোহেল ভাইয়ের ক্যামেরায় প্রথম চোখে পরে। এর অবস্থান রাঙ্গামাটি জেলায়। রাঙ্গামাটি জেলাতে হলেও এর দুরত্ব  আরো অনেক গহীনে। রাঙ্গামাটি সদর থেকে কর্ণফুলী নদী ধরে ১০৭ কিমি পাড়ি দিলে দেখা মিলবে লুসাই পাহাড়। আর সেই পাহাড় ঘেঁষেই গড়ে উঠেছে বিশাল আয়তনের এই সোয়াম্প ফরেষ্ট। কিছুদিন আগেও এ বনে কারও পা পড়েনি। সম্প্রতি নদী ও জীবন প্রকল্পের একদল গবেষক এই বনের সন্ধান পান। এখানকার প্রকৃতি এখনো সতেজ ও পূর্ণ যৌবন নিয়ে আড়ালে রয়েছে জনসাধারনের।

No comments:

Post a Comment