Sunday, February 5, 2017

Kadhighor National Park

 কাদিগড় জাতীয় উদ্যান :


স্বাধীনতা পুড়বো এই জংলের কাঠ ও গাছ সরকারি টেন্ডারের মাধমে কাদির মিয়াঁ নামে এক কাঠ ব্যবসায়ী কিনে থাকতেন ।তার একক আধিপত্তের কারণে অন্য কেউই অংশ গ্রহন করতে পারতো না। তার এই দাপুটে স্বভাবের কারনেই পরবর্তীতে এই জঙ্গলটির নাম হয়ে যায় কাদির মিয়াঁর জঙ্গল, যা এখন কাদিগড় জাতীয় উদ্যান নামে পরিচিত ।

 What is heard in the public before independence the wood and trees of this jungle used to buy a wood merchant named Kadir Mian through a government tender No one else could take part due to his single domination. Because of his fierce nature, this jungle was named after the name of Kadir Meyer Jungle, Which is now known as Kadigar National Park.

 কাদিগড় জাতীয় উদ্যান বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান।এই উদ্যানটি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের সিডষ্টোর টু সখিপুর রাস্তার কাচিনা বাজার হইতে প্রায় ১ কিঃ মিঃ উত্তরে পালগাও চৌরাস্তার পাশে, কাচিনা গ্রামের উত্তর এবং পালগাও গ্রামের পূর্ব দিকে অবস্থিত।এ এলাকার ভৌগলিক অবস্থানঃ ২৪°২০′১৮″উত্তর ৯০°১৯′৪২″পূর্ব  

 Kadigur National Park is a national park situated in Mymensingh district of Bangladesh. This park is located about 1km north of Palgaon Chowrasta, on the east side of Kachina village and on the east side of Palgao village, from Kachina Market of Seedstor to Sakhipur road in Kachina union of Billauka upazila of Mymensingh.
Location : Geographical location of this area:
24 ° 20'18 "north 90 ° 19'42" east

 Map :Kadhighor National Park Map


 
ময়মনসিংহ বন বিভাগের অধীনস্থঃ ভালুকা রেঞ্জের একটি বিট কাদিগড় বিট। ২০১০ সালের ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। ৮৫০ হেক্টর জমি নিয়ে এই জাতীয় উদ্যানটি গঠিত। 

 Under Mymensingh Forest Division: A bit of Kadigir Bit of the Bhaluka Range. It was established on 24 October 2010. The National Park is comprised of 850 hectares of land.


 এখানে রয়েছে শাল,মনমোহিনী গজারী বাগান, সেগুন বাগান বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ  বৃক্ষ।
 বহুপূর্বে সৃজিত মিনজিরি, জাম,  অর্জুন ও সেগুনের বাগান এখন প্রাকৃতিক বনের রূপ ধারণ করেছে। প্রকৃতির একান্ত সান্নিধ্যে এসে এই সবুজের সমারোহ আর মন ভুলানো পাখির কলকাকলী প্রকৃতিপ্রেমী মানুষকে করবে বিমোহিত।

 Here are Shal, Manmohini gajari gardens, Segun gardens, Agor gardens various herb medicinal and fruit trees. Long-built mangziri, jam, arjun and teak gardens now form the natural forest. Come to the private side of nature and be charmed by the charm of this bird and the crazy nature of the mad birds.

 

 প্রাণীকূলের মধ্যে  হনুমান ,বানর, শিয়াল, শজারু, মেছো বিড়াল, বনবিড়াল, বাগডাশ ও বেজী দেখতে পাওয়া যায়।

 Among the creatures Hanuman, Monkey, Fox, Shajaru, Meeto cat, Vanvilla, Bagdas and Beji are found.


এইছারা আছে কয়েক প্রজাতির সাপ, বেঙ ,তক্ষক, গুইসাপ। 
 Here are some species of snakes, frogs, guards, guispas.

হরেক রকম পাখীর এক মিলন মেলা এই শাল বনে , আর শাল বনে শালবন সুমচা (Indian Pitta) পাখীটি থাকবে না তা কি করে হয় ! তার সুরেলা কণ্ঠ অন্যান্য পাখীর কিচির মিচিরেও তার উপস্থিতি জানান দিবে। আরো আছে কয়েক রকমের প্যাঁচা ,বাজ , চিল, Purple Sunbird, Jungle Babbler, Asian Pied Starling, Chestnut-tailed Starling , Jungle Myn, Common Myna, Black Drongo ইত্যাদি পাখীর সমাহার।
  A matching fishery fair is a fusion of these shaw forests, And how does the shal forests of Indian pitta be! Her harmonic voice will tell her presence of other birds. There are a few types of pine, lightning, chill, Purple Sunbird, Jungle Babbler, Asian Pied Starling, Chestnut-tailed Starling, Jungle Myn, Common Myna, Black Drongo etc.



প্রজাপতির রঙ্গিন পাখা মেলে উরাউরি এক অনন্য সুন্দর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট বনের অপূর্ব সমন্বয়।

 The unique combination of a beautiful natural and manmade forest in Urrai to match the colorful wings of butterflies.





এইখানে পাওয়া যাবে এক অসাধারণ পানীয় " বেলের চা " । কাঁচা বেলকে কেটে রোদে শুকিয়ে  তারপর চা পাতার পরিবর্তে এই বেল দিয়ে চা টা বানানো হয়। 

 Here is a wonderful drink "Belle Tea".The raw bale is cut into the sun and then the tea is made with this belle instead of the tea leaves.


শুষ্ক মৌসুমে এখানে অনেক লোক বনভোজনে আসে আর নিজেকে সমর্পণ করে প্রকৃতির সম্মোহনী শক্তির কাছে।  ঢাকা হতে ময়মনসিংহগামী বাসে সিডস্টোর বাজারে নেমে সেখান থেকে সিএনজি যোগে ১০.০ কিঃমিঃ ১৫০/- টাকা ভাড়ায় কাদিগড় জাতীয় উদ্যানে যাওয়া যায়। 

 In the dry season, many people come here to the banquet and dedicate themselves to nature's hypnotic power. From Dhaka to Mymensingh, the bus went down to Sidestar market and from there, CNG can be added to the Kadigir National Park at a rate of 10.0km to 150 rupees.




স্থানিয় জনগণ এইখানে গাইডের সহযোগিতা করে থাকে । এইখান কার মানুষের আন্তরিকতা আপনাকে নিজের মানুষের কথা মনে করিয়ে দিবে। গাইডের সাথে কথা বলে আপনি ইচ্ছা করলে
এইখানে রাত্রিযাপনও  করতে পারবেন । গাইড আরিফের মোবাইল নাম্বার ঃ ০১৬৭২৬৩১২২০ ।

 Local people here cooperate with the guide. The people's sincerity here will remind you of your people. If you wish to talk to the guide You can stay here a night. Guide Arif's Mobile Number: 0167263120



No comments:

Post a Comment